শেরপুরের শ্রীবরদীর রাস্তা খারাপ থাকাই এই এলাকার ছেলে মেয়ের বিয়ে ভেঙে যায়

রাস্তা খারাপ থাকাই এই এলাকার অধিকাংশ ছেলে মেয়ের বিয়ে ভেঙে যায়। এমনটায় বলছিলেন মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় এক বাসিন্দা। শেরপুরর শ্রীবরদীতে দীর্ঘ দিন যাবৎ নষ্ট হওয়া রাস্তা পাঁকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
(২১ এপ্রিল) সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালুঘাট এলাকায় ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক কৃষক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫০ বছরের বেশি হয়ে গেছে। অনেক জনপ্রতিনিধি শুধু আশ্বাসের বাণী শুনালেও মিলেনি রাস্তার কাজ। বর্ষা মৌসুমে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পরে। এছাড়াও এলাকাটি কৃষি প্রধান হওয়ায় উৎপাদিত পণ্য সঠিক সময়ে বিক্রয় করতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।
স্থানীয় যুবক সাজিন সোবহান বলেন, আমাদের এলাকা একটি কৃষি প্রধান এলাকা। এই এলাকা বাঁশ শিল্প এলাকা। এখানে বাঁশের তৈরি নানা আসবাবপত্র তৈরি হয়। এর জন্য বাঁশের গাড়ি পর্যন্ত এলাকায় প্রবেশ করতে পারেনা। এর জন্য স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আলমগীর হোসেন লিটন নামের এক ব্যক্তি বলেন, বর্ষা মৌসুমে এই এলাকার মানুষের দুর্ভোগ না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। কাঁদায় ডুবে থাকে রাস্তা রাস্তাটি। জিনিসপত্র সহ গাড়ি চার-পাঁচ জনে মিলে ঠেলে পাড় করতে হয়। তাই দ্রুত রাস্তা দরকার।
স্থানীয় বাসিন্দা শামসুজ্জামান স্বপন বলেন, রাস্তা খারাপ থাকাই এই এলাকার অধিকাংশ ছেলে মেয়ের বিয়ে ভেঙে যায়। রাস্তার ব্যাপারে আমরা অনেক জনপ্রতিনিধির কাছে দীর্ঘদিন ধরনা দিয়েও কাজ হয়নি। উপজেলা প্রশাসনের সাথে বহুবার কথা বলেছি কিন্তু কোন অগ্রগতি নেই। তাই দ্রুত সময়ের মধ্যে এই সড়ক তৈরি হোক এটাই আমাদের দাবি।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, আমি নিজে সড়কটি পরিদর্শন করেছি। রাস্তাটি সদরের মধ্যে হবার পরেও এতো বাজে অবস্থা। আমি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবো।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন