শেষ মুহূর্তে স্থগিত হলো পাঁচ উপজেলা পরিষদের ভোট
নির্বাচনের দুই দিন আগে স্থগিত হলো পাঁচটি উপজেলা পরিষদের নির্বাচন। উচ্চ আদালতের আদেশ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত না হওয়ায় এসব উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
আগামী ১০ মার্চ দেশের ৮৭টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। পাঁচটি স্থগিত হয়ে যাওয়ায় আর ৮২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে নির্বাচন কমিশন সূত্র নেত্রকোনার পূর্বধলা, কুড়িগ্রামের ফুলবাড়ি, লালমনিরহাটের আদিতমারী, সুনামগঞ্জের জামালগঞ্জ ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই উপজেলার রিটার্নিং কর্মকর্তারা এ নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তবে চেয়ারম্যান পদে স্থগিত হলেও ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন