সংকটে জামালপুরের বাঁশ ও বেত শিল্প
চরম সংকটের মুখে রয়েছে জামালপুর জেলার ৭টি উপজেলায় বাঁশ ও বেত শিল্প। কাচাঁমাল সংকটের কারনে গৃহস্থালীর প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা যাচ্ছে না। যার কারনে কৃষকরা চরম বিপাকে পড়েছে।
জানা যায়, সদর উপজেলার লক্ষীরচর, কাজিয়ার চর এলাকায় অনেকেই এ পেশার সাথে জড়িত ছিলো। ধান রাখার জন ছোট বড় ওড়গা টুকরি কূলা সাজি, খাচি টেপা, ডালা, চালুন তৈরি করতো। চাহিদাও ছিলো ব্যাপক। হাট বাজারে বিক্রি হতো। এখন নান্দিনা বাজার নরুন্দী বাজার পিয়ারপুর বাজারে আগের মতো চোখে পড়ে না। এর কারন অনুসন্ধান কালে জানা গেছে কারিগর হাসেম (৩৫) খালেক (৪০) এর সাথে কথা বললে তারা বলেন, বাঁশ ও বেতের তীব্র সংকট। তাছাড়া পাওয়া গেলেও দাম বেশি। যার জন্যে গৃহস্থালীর সামগ্রী তৈরি করা সম্ভব হচ্ছে না।
এদিকে মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় একই অবস্থা দেখা দিয়েছে। এ সব উপজেলাধীন বিভিন্ন হাট বাজারে দেখা যায় না বললেই চলে। খোঁজ নিয়ে দেখা গেছে, এ শিল্পের সাথে জড়িত কারিগররা অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছেন। যার জন্য বাঁশ ও বেত শিল্প হারিয়ে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন