সংখ্যায় সংখ্যায় রাশিয়া-সৌদি আরব ম্যাচ
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রথা রক্ষা করে স্বাগতিক দেশ জয় দিয়ে শুরু করলো। সৌদি আরবকে ঘরের মাঠে রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিক রাশিয়া। ৫-০ গোলের বিশাল জয়ে কিছু মাইলফলকও স্পর্শ করেছে লেভ ইয়াসিনের দেশ। সংখ্যায় সংখ্যায় সেগুলোকে তুলে ধরা হলো।
১- নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে ৫ গোলের ব্যবধানে জিতলো রাশিয়া।
২- ১৯৩৪ সালের পর (ইতালি ৭-১ যুক্তরাষ্ট্র) বিশ্বকাপ ইতিহাসের উদ্বোধনী ম্যাচে এটিই সবচেয়ে বড় জয়।
২- ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো এক ম্যাচে দুজন বদলি হিসেবে নেমে দুজনই রাশিয়ান ফুটবলার গোল করেছেন।
২- রাশিয়ার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে হেড থেকে দুটি গোল করলেন তাদের খেলোয়াড়েরা।
৩- বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে উদ্বোধনী ম্যাচে হেড দিয়ে বিশ্বকাপের প্রথম গোলটি করলেন গ্যাজিন্সকি।
৪- চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২টি অ্যাসিস্ট করেছেন গলভিন।
৬- ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে ৫ বা তার বেশি গোলের ব্যবধানে জয়ের ঘটনা ঘটলো।
১০- দশম ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করার কৃতিত্ব দেখালেন চেরিশভ।
১৪- ২০০২ সালের পর থেকে বিশ্বকাপে হেড থেকে ১৪টি গোল হজম করেছে সৌদি আরব। যা এই সময়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি হেড থেকে গোল হজম করার রেকর্ড।
২৪- ম্যাচের ২৪ মিনিটে ইনজুরির কারণে মাঠ ত্যাগ করেন রাশিয়ার জাগোয়েভ। বদলি করে চেরিশভকে নামানো হয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবথেকে দ্রুত সময়ে খেলোয়াড় পরিবর্তনের রেকর্ড এটি।
৮৪- ৮৪ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধে দুই বা তার বেশি গোল দেখলো বিশ্ব। সর্বশেষ ১৯৩৪ সালের বিশ্বকাপে প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল ইতালি।
৮৮- বদলি হিসেবে নেমে ৮৮ সেকেন্ডেই গোল করেন রাশিয়ার জিউবা। ২০০২ সালে বদলি হিসেবে নেমে ৫৯ সেকেন্ড গোল করেছিলেন পোল্যান্ডের জিউলাক।
গলভিন – বিশ্বকাপ ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রি কিক থেকে গোল করেছেন তিনি।
• প্রথম রাশিয়ান ফুটবলার হিসেবে গলভিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ১ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন।
চেরিশভ – ভিয়রিয়ালের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন চেরিশভ।
• প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করলেন চেরিশভ। বিশ্বকাপের সব ম্যাচ মিলিয়ে পঞ্চম ফুটবলার তিনি।
গ্যাজিন্সকি-
• ২০০৬ সালের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথম অনটার্গেট শটেই গোল করেন গ্যাজিন্সকি। সর্বশেষ, ২০০৬ সালে করেছিলেন ফিলিপ লাম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন