সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন বিএনপির রুমিন ফারহানা
বিএনপির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
সোমবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব আবুল কাসেম তাঁর মনোনয়নপত্রটি গ্রহণ করেন।
আবুল কাসেম বলেন, ‘আজ দুপুর ১টার সময় রুমিন ফারহানা আমার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মে। ওই দিনই আমরা তাঁকে বিজয়ী ঘোষণা করব।’
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা ২০ মে, বাছাই ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন। সবকিছু ঠিক থাকলে একটি আসনে একক প্রার্থী থাকায় প্রার্থিতা প্রত্যাহারের দিন শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন রুমিন।
একাদশ সংসদ নির্বাচনের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৯টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৪৩ জন, জাতীয় পার্টির চারজন, ওয়ার্কার্স পার্টির একজন এবং স্বতন্ত্র একজন রয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রুমিন ফারহানা বলেন, ‘আমি দলীয় মনোনয়ন পেয়েছি।’
এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন পাওয়ায় আজ সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত নারী আসন পাবে। তবে বিএনপির এমপিরা শপথ নিতে দেরি করায় সংরক্ষিত আসনটিও শূন্য ছিল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছাড়া গত মে মাসে দলটির পাঁচ নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন