সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ১৭ ফেব্রুয়ারি : ইসি
আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সংরক্ষিত নারী আসনে নির্বাচনের আসন বরাদ্দ নিয়ে দল এবং জোটের অবস্থা জানাতে ৯ দলকে চিঠি দিয়েছে ইসি। আগামী ৩০ জনুয়ারির মধ্যে সেই চিঠির জবাব দিতে হবে।
সোমবার ইসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
ইসির পক্ষ থেকে আরও জানানো হয়, মার্চের প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচন হবে। সদর উপজেলাগুলো পূর্ণাঙ্গভাবে ইভিএম ব্যবহার করবে।
এসময় ঐক্যফ্রন্টের দাবি নিয়েও মন্তব্য জানায় ইসি। বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের পুনঃতফসিল বাস্তবসম্মত নয়। চাইলে নির্বাচনী ট্রাইব্যুনালে যাবার পরামর্শ ইসির।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন