সংসদ সদস্যদের ঈদ পুনর্মিলনীতে ফুরফুরে মেজাজে আবদুল হামিদ
রাষ্ট্রপতির চেয়ারে থাকা অবস্থায় সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে থেকেও চেষ্টা করতেন কাছাকাছি কাউকে পেলে কুশল বিনিময় করতে। বক্তব্য দিতে গিয়ে অনেকটা খোশগল্প করার মতো কথা বলে সবাইকে মাতিয়ে রাখতেন। কিন্তু গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদ থেকে অবসরে যাওয়ার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবনে। তাই তো পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ২০২৩’ অনুষ্ঠানে যোগ দিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে সময় কাটালেন সাবেক এই রাষ্ট্রপতি।
দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে সময় দিয়েছেন। কুশল বিনিময় করেছেন। ঘুরে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। আগের মতো কথার ফাঁকে ছবিও তুলেছেন সাবেক রাষ্ট্রপতি।
শনিবার (৬ মে) রাতে সংসদ ভবনের এলডি হলে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আর সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ঈদ পুনর্মিলনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে সপরিবারে উপস্থিত হয়ে এই আয়োজনকে মহিমান্বিত করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সংসদের চিফ হুইপ এবং পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলামসহ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এবং সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনীতে মমতাজ বেগম এমপি এবং বাপ্পা মজুমদারসহ অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্পিকার এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সকল অতিথিদের সঙ্গে অনুষ্ঠানটি উপভোগ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সাংবাদিক সাজ্জাদ হোসাইন সাবেক রাষ্ট্রপতির ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, সাংবাদিকদের সঙ্গে সাবেক রাষ্ট্রপতির আগে থেকেই ছিল হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। বঙ্গভবনে যাওয়ার পরও উনার সঙ্গে এই সম্পর্কের ভাটা পড়েনি। তিনি সংসদ রিপোর্টারদের ভুলেননি। রাষ্ট্রপতি থাকার সময় যে কয়বার সংসদে এসেছেন প্রতিবারই তিনি সাংবাদিক লাউঞ্জে ছুটে এসেছেন কুশল বিনিময়ের জন্য। ঈদ পুনর্মিলনীতে দেখা হওয়ার পর আমাকে ও ভোরের কাগজের রাজা রায় দাদা দুজনকে কুশলাদি জিজ্ঞেস করার পর দু’জনের হাত চেপে ধরে ছবি তোলার নির্দেশ দিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন