‘সংসদে অশালীন ভাষার ব্যবহার হয়েছে ১৩ ঘণ্টা’

দশম জাতীয় সংসদের চতুর্দশ থেকে অষ্টাদশ অধিবেশনে (জানুয়ারি-ডিসেম্বর ২০১৭) মোট ব্যয় হওয়ার ২৬০ ঘণ্টা ৮ মিনিটের মধ্যে অশালীন ভাষার(আক্রমণাত্মক, কটূ ও অশ্লীল শব্দ) ব্যবহার হয়েছে ১৩ ঘণ্টা। আর এতে করে ব্যয় হয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৭৫ হাজার ৮০ টাকা। বৃহস্পতিবার (১৭ মে) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্টওয়াচ দশম জাতীয় সংসদ চতুর্দশ থেকে অষ্টাদশ অধিবেশন (জানুয়ারি – ডিসেম্বর ২০১৭)’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের কথা উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংসদ সদস্যদের একাংশ কর্তৃক অশ্লীল শব্দের ব্যবহার অব্যাহত ছিল। যার মোট ব্যয় হওয়া সময়ের ৫ শতাংশ। যা সংসদীয় বিধির লঙ্ঘন। এসব আলোচনায় সংসদের বাইরের বিষয়, সংসদের অনুপস্থিত, রাজনৈতিক প্রতিপক্ষ ও নাগরিক সমাজের একাংশের বিরুদ্ধে এসব আক্রমণাত্মক অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে।’

টিআইবি’র প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, দশম সংসদের চতুর্দশ থেকে অষ্টাদশ অধিবেশনে ৭৬ কার্যদিবসের মধ্যে মোট সময় ব্যয় হয়েছে ২৬০ ঘণ্টা ৮ মিনিট। আর সংসদ অধিবেশন পরিচালনা করতে প্রতি মিনিটে গড় ব্যয় হয় এক লাখ ৬৩ হাজার ৬৮৬ টাকা।