সংস্কারে বিএনপির পূর্ণ সমর্থন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিএনপির পক্ষ থেকে সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। মূলত বিএনপির নেতারা দেশের উদ্ভূত পরিস্থিতিতে শান্তিত ও স্থিতিশীলতা রক্ষায় জোর দিয়েছেন। এছাড়াও ১৫ বছরে যারা দেশের মানুষের ওপর অন্যায় ও অত্যাচার করেছে, তাদের বিচারকাজ যাতে খুব দ্রুত সম্পন্ন হয়, সে ব্যাপারে বিএনপির নেতারা কথা বলেছেন।

সোমবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

শফিকুল আলম বলেন, বিগত সময়ে বিএনপি এবং বিরোধীমতের নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ২৫ হাজার মামলা দেওয়া হয়। এই মামলাগুলো হয়রানিমূলক। তাই এগুলো প্রত্যাহার করার কথা বলেছেন। অপারেশন ডেভিল হান্টে যেন কোনো মানবাধিকার লঙ্ঘন না হয়, সে ব্যাপারে কথা বলেছে বিএনপি। এক্ষেত্রে প্রধান উপদষ্টোর পক্ষ থেকে বলা হয়েছে, কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হতে দেওয়া হবে না। যাদের ব্যাপারে সুনির্দষ্টি অভিযোগ আছে, তাদের বিরুদ্ধেই ডেভিল হান্টে ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। বিষয়টি সরকার সিরিয়াসলি নজরদারি করছে।

শফিকুল আলম বলেন, বৈঠকে উপদষ্টো আসিফ নজরুল বলেছেন, হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। এগুলো এতদিন বিলম্ব হওয়ার মূল কারণ হচ্ছে, ওই সময়ে যারা পাবলিক প্রসিকিউটর ছিলেন, তাদের অনেকে পালিয়েছেন। ফলে মামলাগুলো দ্রুত প্রত্যাহার করা যায়নি।

বইমেলায় ভাঙচুরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। এ নিয়ে বাংলা একাডেমির সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তাদেরকে দ্রুত জানাতে বলা হয়েছে। এখনো আমরা পুরোর বিষয়টি জানি না। আমরা মনে করি, বইমেলা পবিত্র জায়গা এবং এর পবিত্রতা আমরা রাখতে চাই।’