সঙ্গিনীদের সঙ্গে রাখার অনুমতি পাচ্ছেন কোহলিরা
বিদেশ সফরের পুরোটা সময় নিজেদের প্রিয়জনকে পাশে চেয়ে অনুমতি চেয়েছিলেন বিরাট কোহলিরা। প্রাথমিকভাবে সাড়া না দিলেও অবশেষে অনুমতি দিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন থেকে বিদেশ সফরে স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন তারা।
এ ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে হুট করে তা জানিয়ে কোহলিদের সারপ্রাইজ দিতে চাচ্ছেন কর্মকর্তারা।
বিসিসিআইয়ের বর্তমান নিয়মানুযায়ী, ৪৫ দিনের কোনো সফরে গেলে, সেই সফরের দুই সপ্তাহ পর ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন স্ত্রী-বান্ধবীরা।
এবার এ নিয়মের ব্যত্যয় ঘটতে যাচ্ছে। পরবর্তী সিরিজ থেকেই বিদেশ সফরে পুরোটা সময় স্ত্রী-বান্ধবীদের সঙ্গে রাখতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড।
শুধু ক্রিকেটার নন, দলের কোচ ও সাপোর্ট স্টাফদের ব্যাপারেও এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারাও বিদেশ ট্যুরে পুরোটা সময় প্রিয়তমাদের সঙ্গে রাখতে পারবেন। বর্তমান অধিনায়ক কোহলি, কোচ রবি শাস্ত্রী ও স্টাফদের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে বিসিসিআই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন