সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মুরাদনগরে দুই বন্ধু নিহত

কুমিল্লার হোমনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে হোমনা উপজেলার মুরাদনগর-হোমনা সড়কের রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মিয়া (১৯) উপজেলার ডুমুরিয়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ও সোহাগ মিয়া (১৭) একই উপজেলার সাতমোড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে পুলিশ জানান, রোববার বিকেলে শফিউল্লাহ ও আল-আমিন মোটরসাইকেল নিয়ে পাশের হোমনা উপজেলায় খেলা দেখতে যাওয়ার পথে (মুরাদনগর-হোমনা) সড়কের রঘুনাথপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই শফিউল্লাহর মৃত্যু হয়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা আল-আমিনকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















