‘সবাই তোমার জন্য দোয়া করছে, তুমি ভালো হয়ে যাবে’
বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে গিয়েছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম।
শনিবার দুপুর দেড়টায় তিনি ঢামেকের বার্ন ইউনিটে মুক্তার কেবিনে যান। মুক্তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বার্ন ইউনিটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন।
এ সময় মুক্তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন মুশফিক। মুক্তার বাবার সঙ্গে কথা বলেন। মুক্তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘সবাই তোমার জন্য দোয়া করছে, তুমি ভালো হয়ে যাবে।’
মুক্তামণি মুশফিকুর রহীমকে বলেন, ‘আপনি তো খেলা করেন।’ তখন মুশফিক হেসে বললেন, ‘আমি তো খেলাই পারি না।’
এর আগে, গত ১১ জুলাই ঢামেকে ভর্তি হয় ১২ বছরের মুক্তা। তার আক্রান্ত ডানহাত এখন ছোট আকারের গাছের গুড়ির রূপ নিয়ে প্রচণ্ড ভারী হয়ে উঠেছে।
চিকিৎসকরা ধারণা করছেন, মুক্তা লিমফেটিক ম্যালফরমেশন রোগে আক্রান্ত। তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন