সবার শেষে আওয়ামী লীগের সংলাপ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/ec.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবার শেষে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে সংলাপ করতে চায় নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এই সাংবাধানিক প্রতিষ্ঠানটি। অবশ্য রাজনৈতিক দলগুলোর মধ্যে কাকে দিয়ে ও কোন পদ্ধতিতে সংলাপ শুরু হবে, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইসির একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে এমন তথ্য পাওয়া গেছে।
এদিকে সোমবার অনুষ্ঠিত সুশীল সমাজের সঙ্গে সংলাপকে ‘অত্যন্ত সফল’ ও ইতিবাচক বলে মনে করছে ইসি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সুপারিশ সরকার ও রাজনৈতিক দলের কাছে বড় বার্তা বলে মনে করছে কমিশন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সুশীল সমাজের পর ইসি গণমাধ্যমের সঙ্গে সংলাপ করবে। ইসি দুই ধাপে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপ করতে চায়। এরই অংশ হিসেবে ১০ আগস্ট গণমাধ্যমের সঙ্গে প্রথম দফায় বসতে চায় কমিশন। পরের সপ্তাহের প্রথম দিকে তারা দ্বিতীয় দফায় বসার পরিকল্পনা করছে। বুধবার কমিশন বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে গণমাধ্যমের পর চলতি মাসের শেষ সপ্তাহে ইসি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে। এরপর নারী সংগঠন ও সবার শেষে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন।
জানা গেছে, ইসি নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ধারাবাহিকভাবে বৈঠক করবে। তবে, বৈঠকটি নিবন্ধনের ক্রমিক, না নামের আদ্যক্ষর অনুযায়ী হবে, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত আসেনি। তবে, সপ্তাহে তিন দিন সকাল-বিকাল দু’টি দলের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে কমিশন। এক্ষেত্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে পৃথক দু’টি দিনে বসতে চায় তারা। রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসি সবশেষে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করার চিন্তা-ভাবনা চলছে বলে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। এর কারণ হিসেবে নাম প্রকাশ না করার শর্তে ইসির এক কর্মকর্তা বলেন, ‘ক্ষমতাসীন দলের সঙ্গে অনেক দেন দরবার থাকে। অন্যান্য দলের চাওয়া-পাওয়ার বিষয়টি নিয়ে তাদের সঙ্গে সমঝোতার প্রশ্ন আসে। যার কারণে শেষ দিকে তারা আওয়ামী লীগের সঙ্গে বসার কথা ভাবছে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী মঙ্গলবার বলেন, ‘কোন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে, সেটা আমরা এখনও ঠিক করিনি। তবে, আমাদের পরিকল্পনা রয়েছে মাঝে এক বা দুই দিন বিরতি দিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সকাল-বিকাল দুই দফা সংলাপ করব।’ এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘বড় দলগুলোর সঙ্গে সংলাপ হয়তো শেষের দিকে হবে। আর বড় দল হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপটাও হয়তো শেষভাগেই পড়বে। তবে এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি। কমিশনাররা সবাই বসে বিষয়টি চূড়ান্ত করবেন।’প্রতিবেদন বাংলা ট্রিবিউনের সৌজন্যে প্রকাশিত।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন