সমকামী বিয়ের অনুমতি দিলো তাইওয়ান
সমকামীদের বিয়ের অনুমতি দিয়েছেন তাইওয়ানের সর্বোচ্চ আদালত। দেশটির আদালতের এই রায়ের মাধ্য দিয়ে এশিয়ার প্রথম কোন দেশে সমকামীরা বিয়ের অনুমতি পেলো।
বুধবার বহুল আলোচিত এই রায়টি দিয়েছেন দেশটির উচ্চ আদালত। রায়ের ফলে সমকামীদের ক্রমবর্ধমান নির্যাতন কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
আদালতের এ রায়ে বলা হয়েছে দেশটির বর্তমান আইনে সমকামীদের অধিকার লঙ্ঘন করা হয়েছে, যা অসাংবিধানিক।
সেই সাথে দুই বছরের মধ্যে আইনটি সংশোধনের জন্য সংসদকে বলা হয়েছে, ‘কীভাবে সমকামীদের অধিকার সংরক্ষণ করা যায় তা খতিয়ে দেখুন’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন