সাংবাদিক বাহার উদ্দিন সরকারের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/09/Picsart_24-09-07_17-27-07-053-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রয়াত সাংবাদিক ও মুক্তিযোদ্ধা, উপজেলার প্রথম সাংবাদিক ও হোসেনপুর উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম বাহাউদ্দিন সরকারে ৮ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর হোসেনপুর উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা পুত্র সাংবাদিক একে এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্মৃতিচারন মূলক বক্তব্য রাখেন ; উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন , সহ সভাপতি মোঃ আশরাফ আহমেদ, ফরিদ উদ্দিন আহমেদ ; সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ,দপ্তর সম্পাদক মোঃ মাহফুজ রাজা, সদস্য আফজালুর রহমান উজ্জ্বল, আব্দুর রহমান, তৌহিদুল সরকার,মোঃ শামীম সরকার, খায়রুল ইসলাম ফকির প্রমুখ।
দোয়া পরিচালনা করেন, ধনকুড়া ফকির বাড়ি জামে মসজিদের হাফেজ মাওলানা আবু মুসা। এসময় আলোচনায় আলোচকরা প্রতিষ্ঠাতা বাহার উদ্দিন সাহেবের কর্মজীবন স্মৃতি চারণ করেন। এর আগে মরহুমের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন