সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও নিঃশর্ত কারা মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএমএসএফ এর বিক্ষোভ সমাবেশ
সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও নিঃশর্ত কারা মুক্তির দাবিতে চট্টগ্রামে বিএমএসএফ এর বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।
দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা এবং পরে শাহবাগ থানায় হস্তান্তরের পরে মিথ্যা মামলায় কারাবন্দীর ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) তাদের সাথে একাত্মতা পোষণ করেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সিআরএ)ও সাংবাদিক ফোরাম সহ আরো অনকে গণমাধ্যম সংগঠনের কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (২০ মে) সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সাংবাদিকেরা এ প্রতিবাদ ও বিক্ষোভ করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর কেন্দ্রীয় সহ-সম্পাদক সোহাগ আরিফিন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর গণসংযোগ বিষয়ক সম্পাদক কায়সার ইকবাল চৌধুরী, বি এম এস এফ এর চট্টগ্রাম ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান, তথ্য প্রকাশনা সম্পাদক আশরাফ, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব বাবলু বড়ূয়া, সহ সভাপতি মিজান, সদস্য আত্মা আক্তার, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি শিব্বির আহমদ উসমান, সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর হোসেন, দপ্তর সম্পাদক এম এ মান্নান, সদস্য রতন বড়ুয়া, সদস্য ফরিদা সীমা লায়ন নাসরিন সুলতানা মৌ, কোহিনুর আক্তার,চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাদিম আলম, সংগঠনের সহ-সভাপতি স্বাধীন টিভি সম্পাদক রেজাউল করিম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সহ আরো অনেকেই।
সমাবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএসএফের সহ কেন্দ্রীয় সম্পাদক সহ বক্তারা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও তাকে লাঞ্ছিতকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন