সাইকেল লেন থেকে রক্ষায় ডিএনসিসির অভিযান
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সম্প্রতি নির্মিত সাইকেল লেন থেকে অবৈধ স্থাপনা, ভাসমান দোকান ও পার্কিং উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার (২৭ ডিসেম্বর) বেলা এগারটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ডিএনসিসির কারওয়ান বাজার অঞ্চলের (অঞ্চল-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সে সময় অবৈধ পার্কিংয়ের জন্য ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কারের চালককে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া উচ্ছেদ করা হয়েছে প্রায় শতাধিক ভাসমান দোকান।
অভিযান চলাকালে সঠিকভাবে মাস্ক পরিধান না করার অপরাধে ৫ জনকে মোট ৬০০ টাকা জরিমানা করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন