সাইমুম হককে আহ্বায়ক করে বাংলাদেশের সাম্যবাদী দলের ঢাকা মহানগর কমিটি ঘোষণা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/09/3-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হককে আহ্বায়ক করে দলের ঢাকা মহানগরের নতুন কমিটি গঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর ২০২৩ শনিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় নতুন এই কমিটি গঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল) এর সাধারণ সম্পাদক সাবেক শিল্পমন্ত্রী জননেতা কমরেড দিলীপ বড়ুয়া।
১৩ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মাসুম উদ্দিন, মামুনুর রশীদ মামুন, সদস্য জয়নাল আবেদীন বাবু, সাখাওয়াত হোসেন খান সৈকত, সুব্রত ঘটক, হযরত আলী মোল্লা, আবু নোমান, ফিরোজ আহমেদ, কামরুল ইসলাম রাসেল, সিরাজুল ইসলাম, মো. ফারুক হোসেন ও রাসেল সরদার।
সভায় আগামী ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল) এর ৫৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন