সাকিবের কারণে বাংলাদেশের মানুষ আইপিএল দেখে : পাপন
ইনজুরির কারণে মাঠের বাইরে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। খেলতে পারছেন না নিউজিল্যান্ড সিরিজ। এদিকে তার অনুপস্থিতি ভালো মতোই টের পাচ্ছে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে কোনোরকম প্রতিদ্বন্দ্বিতাই করতে পারছে না মাশরাফির দল। নেপিয়ার ও ক্রাইস্টচার্চের ওয়ানডে দুইটিতে হেরে সিরিজ জিতে নিয়েছে কিউইরা। এখন পেয়ে বসেছে হোয়াইটওয়াশের শঙ্কা। লজ্জা এড়াতে ডানেডিনে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
ওয়ানডে সিরিজ শেষ হলেই শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সেটাও দুশ্চিন্তা বাংলাদেশ শিবিরে। এই সংস্করণের অধিনায়ক ও দলের অন্যতম ভরসা সাকিবকে ছাড়া নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে কতটুকু লড়াই করতে পারবে দল?
মার্চের দ্বিতীয় সপ্তাহের আগে সাকিবের মাঠে ফেরার সম্ভাবনা নেই। ফলে প্রথম দুই টেস্টে তাকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। সিরিজের তৃতীয় টেস্টে হয়তো সাকিবকে পাওয়া যেতে পারে।
সামনেই ওয়ানডে বিশ্বকাপ। তার আগে দলের সব খেলোয়াড়কে চোটহীন দেখতে চায় বিসিবি। এদিকে মার্চের ১৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। গেল আসরে আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। তাই বিশ্বকাপ মাথায় রেখে এবারের আসরে কাটারমাস্টারকে খেলতে অনুমতি দেয়নি বোর্ড। তবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন সাকিব।
সূচিতে ঠাসা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলা মানেই ইনজুরির ঝুঁকি। তাই সাকিবের বিষয়টি নিয়েও ভাবছে বিসিবি। সাকিব আইপিএল খেলবেন কিনা এই প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘বিশ্বকাপ মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি মোস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না। সাকিবকে নিয়ে কথা হচ্ছে, এখানে দেখতে হবে সে কি চায়। কারণ সে আইপিএল খেলতে খুবই আগ্রহী। দ্বিতীয়ত যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কিনা। কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মোস্তাফিজের কারণে।’
তবে ইনজুরির বিষয়টি নিয়েও সতর্ক তিনি। বিশ্বকাপের আগে দলের কোনো খেলোয়াড়ের ইনজুরি কাম্য নয় তার কাছে, ‘অবশ্যই এরকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার অনেক সম্ভাবনা থাকে। সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোনো ক্রিকেটার এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে চোট পেয়ে জাতীয় দলের খেলা মিস করে। আমার মনে হয় সে সতর্ক থাকবে। এছাড়া কি বলতে পারি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন