সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে, বৃষ্টির পূর্বাভাস
আগামী শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলেছে, লঘুচাপ সৃষ্টির পর আগামী সোমবারের মধ্যে সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি কেটে গেলে আকাশ পরিস্কার হয়ে উত্তরপশ্চিম দিক থেকে বাতাসের গতি কিছুটা বৃদ্ধি পাবে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দক্ষিণ দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের সীমানা থেকে বিদায় নেওয়ার মুহূর্তে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেই লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
অপরদিকে আগামী শুক্রবারের (২০ অক্টোবর) মধ্যে বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, লঘুচাপ সৃষ্টির পর আকাশে মেঘ থাকবে। এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত সময়ের মধ্যে সারাদেশে কমবেশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত কমে যাওয়ার পর আকাশ পরিস্কার হয়ে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের দিকে সবার আগে রাতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু হবে।
আবহাওয়া অধিদপ্তর আগামী শনিবার (২১ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত তিন দিনের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। আর এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে বাতাসের গতি হচ্ছে উত্তর উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। গত ২৪ ঘণ্টায় সারাদেশে শুস্ক আবহাওয়া বিরাজ করলেও শুধু রাজধানী শহর ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন