সাগরের তলদেশে আজান ও ইফতারের ভিডিও ভাইরাল
আরব সাগরের তলদেশে আজান, ইফতার এবং নামাজ আদায়ের ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের পতাকা ও কালেমা তাইয়্যেবার পতাকা হাতে ২ যুবক এ দুঃসাহসী কাজে অংশগ্রহণ করে।
কুদরত ডটকমের তথ্য মতে, জানা যায় যে, ইয়াহইয়া আশফাক, ওমর জান ও আইয়ুব পাটেল নামে পাকিস্তানের ৩ যুবকের দীর্ঘ দিনের ইচ্ছে যে তারা সমুদ্রের তলদেশে গিয়ে আজানের ধ্বনি পৌছে দেবে, যেখানে মানুষের কোনো অস্তিত্ব নেই, আছে শুধু বিভিন্ন প্রজাতির প্রাণী। সেখানে তারা ইফতার করবে এবং নামাজ পড়বে।
এ ঘটনাটি ঘটে আরব সাগরের ১৬০ ফিট গভীরে। তবে ভিডিওতে ২ জনকে দেখা যায়। তাদের একজন হলো আশফাক। তিনি জানান, ‘তাওহিদের কালেমা ও দেশের পতাকা হাতে গভীর সমুদ্রে আজান, ইফতার ও নামাজ আদায় করতে পেরে গর্বিত।’
তিনি আরো জানান, ‘দুনিয়ার এমন কোনো স্থান থাকবে না যেখানে আজাদের ধ্বনি পৌছবে না।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সমুদ্র তলদেশে আজান, ইফতার ও নামাজের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন