সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আড়াই ঘণ্টাতেও রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকের রিসোর্টে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়রা।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, ‘সাজেক পর্যটন কেন্দ্রের রিসোর্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে, তবে আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। কতগুলো রিসোর্টে আগুন লেগেছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার জানান, ‘দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। খাগড়াছড়ি, দীঘিনালার দুটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে, পাশাপাশি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সাজেক রওনা করেছে।’ এই মুহূর্তে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ যাচ্ছে না।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ইকোভ্যালি, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্র্রিকা, তরুছায়া, মেঘেরঘর, মর্নিংস্টার, তংথক, মনটানা রির্সোট পুড়ে ছাই হয়ে গেছে।

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘সাজেকের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপন করা যাচ্ছে না।’