সাতকানিয়ায় ছৈয়দাবাদ রেনেসাঁ সংঘের অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
চট্টগ্রামের সাতকানিয়ায় সামাজিক সংগঠন ছৈয়দাবাদ রেনেসাঁ সংঘের উদ্যোগে নতুন কার্যকরী পরিষদের অভিষেক,গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে এক হলরুমে অনুষ্ঠানের সূচনা হয় এবং রাত ৮টার সময় সমাপ্ত ঘোষণা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোজাফফর আহমদ চৌধুরী, ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল আলম চৌধুরী, শিহাব উদ্দিন মোহাম্মদ ইউসুফ ও ছৈয়দাবাদ দুদুফকির সিনিয়র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ কায়সার কে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।এছাড়াও বিভিন্ন শ্রেণি ভিত্তিক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জাফর সাদেক।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজে গুণীজনদেরকে সম্মান দেয়া হলে তা দেখে তরুণ প্রজন্ম উৎসাহিত হবে এবং নিজেদেরকে সুন্দর পথে পরিচালিত করতে এগিয়ে আসবে।
অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি মোহসিনুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কলিম উল্লাহ।এছাড়াও অতিথি ছিলেন হা-মিম গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট হেড ও এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহনেওয়াজ শোয়েব, সাতকানিয়া সমাজ কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আরিফুল হক কায়সার, আমানত উল্লাহ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, সমিতির কার্যকরী পরিষদের সাবেক সভাপতিবৃন্দ ইশতেহাদ হোসেন রাজীব, আজাদুল হক চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন