সাতকানিয়ায় পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল
২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতকানিয়ায় জামায়াত ইসলামীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় সাতকানিয়ার কাঞ্চনায় কাঞ্চনা ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাষ্টার আব্দুস সোবহান বলেন, এদেশের সকল মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যেন ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে সোচ্চার থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভরসা এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী।আমাদের মানুষের কাছে যেতে হবে,মানুষের সেবক হতে হবে।
অনুষ্ঠানে বক্তারা ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি ঘটনার নানা স্মৃতিচারণ ও ঘটনা তুলে ধরেন।
অনুষ্ঠানে কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউনুচের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহের।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার আব্দুস সোবহান।বিশেষ অতিথি ছিলেন কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি যায়েদ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মোরশেদুল আলম,ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ইউসুফ,সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন