সাতক্ষীরা আহছানিয়া মিশনে দুর্নীতিবাজ কমিটির অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে প্রতিবাদ সমাবেশ
সাতক্ষীরা আহছানিয়া মিশনের দুর্নীতিগ্রস্ত কার্যনির্বাহী কমিটির অপসারণ, আয়-ব্যয়ের অডিট, ভুয়া সদস্যপদ বাতিল এবং অগঠনতান্ত্রিকভাবে বাতিলকৃত সদস্যদের পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সাতক্ষীরার শহীদ নাজমুল সরণি আহছানিয়া মিশন ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক এবং সঞ্চালনা করেন আলীনুর খান বাবুল।
এ সময় বক্তব্য রাখেন, অধ্যপক মোজাম্মেল হোসেন, মাওলানা আব্দুল হামিদ আজাদি, অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কামরুজ্জামান রাসেল, মিশন মাদরাসার ছাত্র আমিনুর রহমান ও মো: হাবিবুল্লাহ।
স্থানীয় ব্যবসায়ী, মসজিদের মুসুল্লি ও বিভিন্ন স্তরের জনগণ এ সমাবেশে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মিশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি দুর্নীতিতে নিমজ্জিত। তারা মিশনের পবিত্র উদ্দেশ্য—স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা—ধ্বংস করে দিয়েছে। মিশনের এতিমখানা ও মাদ্রাসা বন্ধের চক্রান্ত, সদস্যপদ গ্রহণ থেকে শুরু করে দোকান বরাদ্দে অনিয়ম, এবং আয়-ব্যয়ের কোনো সঠিক হিসাব না থাকা এসবের মধ্যে অন্যতম।
সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রব ওয়ার্সি বলেন, “আহছানিয়া মিশনের মূল উদ্দেশ্য ছিল মানবসেবা। কিন্তু বর্তমানে দুর্নীতিগ্রস্ত কমিটি তা ব্যাহত করছে। মিশনের এতিমখানা বন্ধের পরিকল্পনা মিশনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে।”
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন বলেন, “আমাদের মাদ্রাসা খুলনা বিভাগে পাবলিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। অথচ এতিমখানা বন্ধের ষড়যন্ত্র চলছে। এতিমদের তাড়িয়ে দিয়ে মিশনের সেবামূলক কার্যক্রম ধ্বংস করার চেষ্টা চলছে।”
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল বলেন, “মিশনের আয়ের সঠিক অডিট এবং অবৈধ কার্যনির্বাহী কমিটির অপসারণ প্রয়োজন। দোকান বরাদ্দ ও সদস্যপদে দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।”
বক্তাদের দাবি, মিশনের আয়ের সঠিক অডিট নিশ্চিত করতে হবে। ভুয়া সদস্যপদ বাতিল ও বাতিলকৃত সদস্যদের পুনর্বহাল করতে হবে। দুর্নীতিগ্রস্ত কার্যনির্বাহী কমিটিকে অবিলম্বে অপসারণ করতে হবে। একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে। মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে বাধা বন্ধ করতে হবে।
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, “দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মিশনের পবিত্রতা রক্ষা করতে হবে। অবৈধ কার্যনির্বাহী কমিটিকে অপসারণ করে মিশনের প্রকৃত উদ্দেশ্য পুনরুদ্ধার করতে হবে।”
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন