সাতক্ষীরা কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত সংঘর্ষে আহত মহিলার মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/05/0-21.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া কাজীপাড়া গ্রামে জমি জায়গা সংক্রান্ত সংঘর্ষের জেরে আহত চিকিৎসাধীন শিরিনা বেগম (৪৮) নামের এক মহিলার মৃত্যু হয়েছে।
সে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাদিকুল ইসলামের স্ত্রী।
নিহতের বড় ছেলে কাজী শিমুল হোসেন জানান, ‘গত ২৯ রমজান রাত ১১টার দিকে জমি জায়গা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমার মা শিরিনা বেগমকে পার্শ্ববর্তী ১০-১২জন বাশের লাঠি, ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করে। তাৎক্ষণিক আমার মা মাটিতে লুটিয়ে পড়ে তার চিৎকার চেঁচামেচিতে পার্শ্ববর্তী প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তার ডান হাত, ডান পায়ের বুড়ো আঙল ও মাথায় চোট লাগার কথা বললে সাতক্ষীরা সদর হসপিটালে এক্সরে জন্য (১৬ মে) রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করে। পরে সাতক্ষীরা সদর হসপিটাল থেকে এক্সরে রিপোর্ট নিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে কুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে আমার মায়ের মৃত্যু হয়।’
এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন