সাতক্ষীরা জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকাররা
নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকারের সদস্যরা।
সোমবার দুপুর ২ টায় জেলা প্রশাসকের কার্যলয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার সাতক্ষীরা জেলা শাখার প্রেসিডেন্ট মোঃ তরিকুল ইসলাম অন্তর, শিরিন আক্তার, মুজাহিদুর রহমান প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ কালে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন সামাজিক কাজকে আরো সামনের দিকে এগিয়ে নিতে জেলা প্রশাসন সব সময় তোমাদের পাশে থাববে। তোমরা তরুন তোমারাই পারবা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে। তোমাদের সামাজিক কাজরে মাধ্যমে আরো এগিয়ে যেতে হবে। শেষে সংগঠনের সদস্যদের জেলা প্রশাসনের মাস্ক উপহার দিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন