সাতক্ষীরা জেলা বিএনপি’র উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে, মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মি ও নাগরিকদের পরিবারের স্বজনদের উদ্যোগে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনে রবিবার বেলা ১২টার সময় সাতক্ষীরা ইটাগাছা মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক এড. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপি’র
আহবায়ক হেদায়াতুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাতক্ষীরা সভাপতি ফরিদা আক্তার বিউটিসহ পৌর ছাত্রদল, জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জুলুম, নির্যাতন, খুন, হামলা ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
“দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ” ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের তত্তাবধানে নির্বাচন দিতে হবে। বর্তমান দেশে যে নির্বাচন নির্বাচন খেলা হচ্ছে অনতিবিলম্বে বন্ধ করে গ্রহনযোগ্য নির্বাচন দিতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন