সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পিঠা উৎসবের সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে আয়োজিত ২ দিন ব্যাপি পিঠাউৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠানের সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম গোলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রশাসক (শিক্ষা) সারোয়ার হোসেন।
বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল,এডিশনাল পুলিশ সুপার মিয়া আসাদুজ্জামান, পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক কামাল উদ্দীন,সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন,কলেজের উপ পরিচালক (পাবলিক) মোঃ বদরুজজামান,আইন উপদেষ্টা এ্যডঃ রবিউল ইসলাম,পরিচালক আলউদ্দীন ফারুকী প্রিন্স প্রমূখ।
আলোচনা সভা শেষে দুইদিন ব্যাপি অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা করা হয়। পুরস্কার বিতরণ শেষে কলেজের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে কৌতুক অভিনয়, গান,ম্যাজিক,নৃত্য পরিবেশন করা হয়।
উল্লেখ্য এবারের পিঠা উৎসবে মোট ৩৬টি ষ্টল অংশ গ্রহন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন