সাতক্ষীরা মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ আর নেই, শোক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/IMG_20210722_153521.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহবায়ক মিসেস হোসনে আরা মমতাজ আর নেই। অসুস্থ জনিত কারণে দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় আজ ২২ জুলাই ভোররাতে তিনি সাতক্ষীরার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)
বিএনপি’র জন্মলগ্ন থেকেই তিনি সকল লোভ-লালসার ঊর্ধ্বে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করেছেন। তার মেধা ও সুবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত এবং অক্লান্ত পরিশ্রমের ফলে সাতক্ষীরা জেলায় মহিলা দল সাংগঠনিকভাবে লক্ষ্য অর্জনে সফল হয়েছিল।
তাঁর এই মৃত্যুতে সাতক্ষীরা জেলা বিএনপি গভীরভাবে শোকাহত। তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীসহ নেতৃবৃন্দ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন