সাতক্ষীরা মেডিকেল কলেজের বুক চিরে বাইপাস সড়কের নির্মাণ বন্ধ করতে হবে
আব্দুর রহমান, সাতক্ষীরা : ‘রুটি রুজির সংগ্রাম চলছে, চলবে’ এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি সাতক্ষীরা সদর উপজেলা। শুক্রবার বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে ৯ দফা দাবী নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে কর্মসূচিতে ক্ষেতমুজুর সমিতির ৯দফা দাবীসমূহ : সুন্দরবন রক্ষার্থে কয়লা বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে। ইসলামপুর চরে স্কুল, রাস্তা, বিদ্যুৎ ও পানি সরবরাহ করতে হবে। সাতক্ষীরা মেডিকেল কলেজের বুক চিরে বাইপাস সড়ক নির্মাণ বন্ধ করতে হবে। ক্ষেত মুজুরদের নায্য মুজুরি দিতে হবে। ইসলামপুর চরে বসবাসকারীদের পৌর নাগরিক অধিকার দিতে হবে। ইসলামপুর চরে বসবাসকারীদের খাস জমির দলিল দিতে হবে। জঙ্গীবাদ, সন্ত্রাস ও মৌলবাদদের রাজনীতি বন্ধ করতে হবে। পল্লী রেসনের ব্যবস্থা করতে হবে। টাউট, দালাল ও বাটপারদের রাজস্ব বন্ধ করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি ইয়ার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি কেন্দ্রীয় সমিতির সদস্য ও সাতক্ষীরা জেলা সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন মো. রনি, মাসুম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, আশরাফুল, পিয়ার মুন্সী, মুক্তিযোদ্ধা সিরাজ কবির প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ক্ষেতমুজুর সমিতি, সাতক্ষীরা সদর উপজেলার মাসুম মোল্লা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন