সাতক্ষীরা রেঞ্জ থেকে সুন্দরবনে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র। পশ্চিম বন বিভাগের বিশেষ অভিযানে কাটেশ্বরের ছোট চরের ভারানী এলাকা থেকে বৃহস্পতিবার এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে বন বিভাগ।
সুন্দরবন বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার এসও সুলতান আহমেদ জানান, এবারের রাসপূজা ও পুণ্যস্নান উপলক্ষে সাতক্ষীরা রেঞ্জের ওই এলাকায় বিশেষ অভিযান চালানোর সময় সুন্দরবনের ৪৬ নম্বর কম্পার্টমেন্ট এলাকায় মাটির মাটির ওপরে লাল পলিথিনে মোড়ানো কিছু অংশ দেখে সন্দেহ হয়। বন বিভাগের সদস্যরা মাটি খুঁড়লে বেরিয়ে আসে লুকিয়ে রাখা চারটি আগ্নেয়াস্ত্র।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের বিষয়ে সাতক্ষীরার শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কাটেশ্বর টহল ফাঁড়ি থেকে এই বিশেষ অভিযানের নেতৃত্ব দেন ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখারুজ্জামান। ১৭ নভেম্বর থেকে সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে বঙ্গোপসাগর মোহনায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজা ও পুণ্যস্নান।
এদিকে দুবালার চরে যাতায়াতের নির্ধারিত পথে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন এ বন কর্মকর্তা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন