সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ)সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যথাযথ মর্যাদা দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, তিনটি গ্রুপে চিত্রাংকন প্রতিযোগিতা, টি-টোয়েন্টি ক্রিকেট, ও আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সিনিয়র শিক্ষক জিএম আলতাব হোসেন, ইয়াহিয়া ইকবাল, জি.এম আলতাফ হোসেন, খান মাকসুদুর রহমান, শেখ মুস্তাফিজুর রহমান, আব্দুর র‌উফসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মমিনউদ্দিন।