সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারসহ আটক-১


ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে। রবিবার (৯ মার্চ) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট নামক স্থানে সীমান্তগামী একটি ইজিবাইক তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।
এ সময় ইজিবাইক চালক সোহেল উদ্দীনকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক স্বাক্ষরিক এক প্রেস নোটের মাধ্যমে সোমবার বেলা ১১টায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস নোটে জানানো হয়, সাতক্ষীরার আবাদেরহাট সীমান্ত এলাকা দিয়ে স্বণের্র একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি আভিযানিকদল দল রাতে সেখানে অভিযান চালায়। এসময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা সীমান্তগামী একটি ইজিবাইক ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তার গতিরোধ করে।
এ সময় ইজিবাইকের স্টিয়ারিং বক্স এর নিচে লুকানো কস্টেপ দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো প্রায় ২ কেজি ওজনের ১৫ টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৮০০ গ্রাম। যার বাজারমূল্য ২ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২০০ টাকা।
বিজিবি অধিনায়ক প্রেস নোটে আরও জানান, আটক ইজিবাইক চালককে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া জব্দকৃত স্বণের্র বার গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
তবে, এলাকাবাসীর সূত্রে জানা গেছে, স্বর্ণের বারসহ আটক ইজিবাইক চালক একজন বহনকারী। স্বর্ণ চালানের মূল মালিক এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন