সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র নিলেন সৈয়দ দিদার বখত্
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/01-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দীদার বখত্।
সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানী বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় ‘রজনীগন্ধা’ থেকে তার পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন সাতক্ষীরার কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাতক্ষীরা জেলার বানিজ্য বিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান।
পরে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর হাতে মনোনয়ন ফরম তুলে দেন সৈয়দ দীদার বখত্।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান মুঠোফোনে জানান, তালা-কলারোয়ার উন্নায়নের রূপকার সাবেক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দীদার বখতে্র পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
তিনি এই আসনের জনগণের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন