সাতক্ষীরায় আম সংগ্রহ ক্যালেন্ডার প্রকাশ, নির্ধারিত সময়ের আগে আম ভাঙলে ব্যবস্থা

সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় আম সংগ্রহ ক্যালেন্ডার প্রকাশ করা হয়। গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলাপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম সংগ্রহের দিন ঘোষণা করা হয়েছে ৫ মে। হিমসাগর পাড়া যাবে ২০ মে। আর ল্যাংড়া ও আম্রপালি সংগ্রহ করা যাবে যথাক্রমে ২৭ মে ও ৫ জুন।

এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, নির্ধারিত সময়ের আগে যারা আম ভাঙবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।