সাতক্ষীরায় ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে পড়ে একজনের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দলে ইঁদুর মারা বিদ্যুতের ফাঁদে পড়ে খোকন সানা (৩৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত খোকন সানা বড়দল ইউনিয়নের বাইনতলা গাতিরমহল গ্রামের কিয়ামউদ্দিন সানার ছোট ছেলে।
রবিবার রাত ৯টার দিকে বাইনতলা বিলে ধান ক্ষেতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত খোকনের বড় ভাই আজগার সানা জানান, পার্শ্ববর্তী আজারুল গাইনের ছেলে আলিম গাইন তার ধানক্ষেতে বিদ্যুতের খোলা তার বিছিয়ে ইঁদুর মারা ফাঁদ পেতে রেখেছিল। রাতে মাছ ধরার জন্য আলিমের ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় ওই তারে বিদ্যুতায়িত হয়ে খোকন মৃত্যুবরণ করে। চাষী আজারুল গাইনের ভাই সাত্তার গাইন রাত ৯টার দিকে মুত্যুর ঘটনা জানতে পেরে মোবাইল ফোনে তাদের খবর দেয়।
খবর পেয়ে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে থানা পুলিশ ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আজগর আলী সানা বাদী হয়ে আজহারুল ও তার ছেলে আলিমকে আসামি করে অবেহলার ফলে মৃত্যু ঘটানোর অপরাধে ৩০৪ (ক) পেনাল কোড এর ১৮৬০ ধারায় আশাশুনি থানায় ২০(১১)২৩ নং মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















