সাতক্ষীরায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের “সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/06/m-r-babu-upojela.jfif_-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরায় ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রকল্পের “সিভিএ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের কুরাইশী ফুড পার্কে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজন এবং ইয়ুথ এ্যামপাওয়ার্ড, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরণের সহযোগিতায় গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে এ ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু।
সভায় আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরহাদ জামিল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সহিদুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের চাইল্ড প্রটেকশন কো অর্ডিনেটর আবেদা সুলতানা, উত্তরণের প্রজেক্ট কো অর্ডিনেটর আফরোজা আক্তার বানুসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
সভায় সাতক্ষীরা সদরের ১০ টি কমিউনিটি ক্লিনিক, থানাঘাটা, রায়পুর, আখড়াখোলা, পাথরঘাটা, চুপড়িয়া, বাঁশদহা, বাশঘাটা, বালিথা, সুপারিঘাটা এবং দহাকুলা এর সেবার মান উন্নয়ন, গতিশীল করা, স্থানীয় ভাবে ডোনার বের করে কমিউনিটি ক্লিনিকের আর্থিক সক্ষমতা বাড়ানো , সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করা, সি এইচ সিপি, স্বাস্থ্য সহকারী ৬দিন এবং এফডাব্লিউএদের সপ্তাহের২ দিন উপস্থিত নিশ্চিত করা, সেবা প্রার্থীদের যাবতীয় সেবা নিশ্চিত করা, নিয়মিত সিজি কমিটির মিটিং করা, উন্নত অবকাঠামো, তহবিল সংগ্রহ করা, মা ও শিশুর যত্নের পরিধি বাড়ানো, এ্যাডোলসেন্ট কর্নার এ কিশোর কিশোরীদের সেবা নিশ্চিত করা, যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং বাংলাদেশ সরকারের অন্যতম লক্ষ্য “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণসহ” বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা অনুষ্ঠিত হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন