সাতক্ষীরায় জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা
সাতক্ষীরায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিসিডিএস ভবনে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, ত্রাণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, শিক্ষা ও
মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, এ্যাড. সৈয়দ
জিয়াউর রহমান বাচ্চু, নাজমুল আসিফ মুন্নী, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ফজলুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো.
মফিজুর রহমান প্রমুখ।
এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা
উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইফুদ্দিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন