সাতক্ষীরায় ট্রাকে চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/images-7.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। রোববার (২১ মে) রাত ৮ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মন্ডলের ছেলে অঙ্কুশ মন্ডল(১৭)।
পুলিশ জানায়, আকাশ ও অঙ্কুশ মন্ডল একটি মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলাধীন সাতক্ষীরা -খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলাই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থাল গিয়ে দুই জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে আনা আনা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন