সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো এক নারীর মৃত্যু, আক্রান্ত আড়াই’শ
সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মারা যাওয়া নারীর নাম সোনিয়া খাতুন (২৫)। তিনি কলারোয়া পৌরসভার গদখালী এলাকার হাসানুর রহমানের স্ত্রী।
এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ২ নারী। এছাড়া গত ২৪ ঘন্টায় আরো ৪ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো আড়াইশোতে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, ‘সোনিয়া খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ৫দিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় তিনি মঙ্গলবার ভোরে মারা যান।’
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২শ’ ৫০ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি- বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ২৬ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা সুস্থ্য হয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন