সাতক্ষীরায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ২,আহত-২

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে স্কুলছাত্র নাজমুল হোসেন (১১) ও নৌকার মাঝি এনায়েত হোসেনের (৪৩) মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন ২ জন।

বৃহস্পতিবার দুপুরে শ্যামনগরের উপকূলীয় ইউনিয়ন গাবুরার গাগরামারী এলাকায় একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল হোসেন খুলনার কয়রা উপজেলার মাটিডাঙ্গা গ্রামের আল আমীন গাজীর ছেলে ও মাটিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
আর এনায়েত হোসেন (৪৩) একই এলাকার মোহাম্মদ আলীর মাঝির ছেলে। পেশায় তিনি নৌকার মাঝি।

আহত মুসা গাজী (৬৪) নাজমুল হোসেনের দাদা ও মঈনুল ইসলাম (১৪) একই এলাকার মোস্তফা কামালের ছেলে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, এনায়েত হোসেন মুসা গাজী ও তার পৌত্র নাজমুল হোসেনসহ ৪ জনকে নিয়ে গড়পদ্মপুকুর গ্রামে গিয়েছিলেন ট্রলার নৌকা কিনতে। কিন্তু দরদামে পছন্দ না হওয়ায় দুই মোটরসাইকেলে গাবুরা হয়ে মাটিডাঙ্গা গ্রামে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে গাগরামারী এলাকায় জনৈক বজলুর রহমানের ঘেরের বাসায় তারা আশ্রয় নেন। এসময় বজ্রপাত শুরু হলে হতাহতের এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আযাদ বলেন, স্থানীয়রা নিহত দু’জনের মরদেহ ট্রলার নৌকায় তাদের বাড়িতে পাঠিয়েছে। আর আহত দু’জন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।