সাতক্ষীরায় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
দ্যা ভাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত সম্প্রীতি সংলাপে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের জেলা সভাপতি সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এখানে বক্তব্য রাখেন সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, ড. মুফতি আক্তারুজ্জামান, সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাস, হেনরি সরদার, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, শশাঙ্ক বরন রায়, দিবাকর ভট্টাচার্য দেবু, সাবেক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, রুবিনা আক্তার প্রমুখ।
সম্প্রীতি সংলাপে বক্তারা বাংলাদেশ সম্প্রদায় সম্প্রীতির অন্যন্য উদাহরণ উল্লেখ করে বলেন, সাতক্ষীরা তথা দেশে যাতে কোনো ধরনের ধর্মীয় সহিংসতা না হয় সেই বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, হিন্দু, খ্রিস্টান ধর্মের নেতারা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন