সাতক্ষীরায় ২১ দিন ব্যাপী অস্ত্রসহ ভিডিপি প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী
সাতক্ষীরায় ২১ দিন ব্যাপী জেলা ভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সাতক্ষীরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক এনামুল খান, বিভিএমএস।
বিশেষ অতিথি ছিলেন এনএসআই সাতক্ষীরার উপ-পরিচালক মো.আজিজুর রহমান ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী কমান্ড্যান্ট কামরুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন টিআই ইশার আলী।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আনসার বাহিনী একটি সুশৃংখল। এই বাহিনী দেশ ও দশের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই এই বাহিনীর কোন বদনাম নাই। আনসারের সকল ব্যক্তিরা দেশপ্রেমিক, যার কারণে দেশ রক্ষায় বর্তমান সরকারের যেকোনো বিষয়ে ডাক দিলে উক্ত বাহিনী তাদের কর্তব্য দায়িত্ব যথাযথ ভাবে পালন করবে। এ বাহিনী দীর্ঘদিন ধরে দেশ সেবায় নিয়োজিত যার বর্তমান সদস্য সংখ্যা ৬৫ লক্ষ। আজকে যারা এখান থেকে ট্রেনিং করেছে তারা প্রতিদিন কোন না কোন ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। যেমন বাল্য বিয়ে প্রতিরোধ, মাদক প্রতিরোধ, সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে। আমাদের দেশ খুব উন্নয়নশীল, যার কারণে প্রতিটি বিষয়ে আমরা অবগত আছি।
আলোচনা সভার শেষে প্রত্যেককে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন