সাতক্ষীরার আশাশুনির বানভাসী মানুষের মাঝে বিএনপি’র ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাতক্ষীরার আশাশুনির আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভাঙন কবলিত এলাকার ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকালে আনুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে ৩’শ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী ও আক্তারুল ইসলাম।

ত্রাণ কার্যক্রমে আর্থিক সহায়তা প্রদান করেন দেবহাটা উপজেলা বিএনপি নেতা ও সাতক্ষীরা-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন সিদ্দিকী।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য স.ম হেদায়েতুল ইসলাম, মহিউদ্দিন সিদ্দিকী ও আসাফুর রহমান তুহিন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস, বিএনপি নেতা মশিউর হুদা তুহিন, জাকির হোসেন বাবু, জুলফিকার আলী জুলি,খাজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ত্রান সামগ্রীর মধ্যে প্রতিটি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ লিটার বিশুদ্ধ পানি, ২ কেজি আলু, ৫০০ গ্রাম পেঁয়াজ।

এসময় ২০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান সামগ্রী এবং ১০০ জন ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ ২৭ হাজার টাকা বিরন করা হয়।