সাতক্ষীরার কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/IMG20231026104236-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সাতক্ষীরা কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার(২৬অক্টোবর)সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।পরবর্তী সময়ে হাত ধোয়া প্রদর্শনী শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম (লাল্টু)।বিশেষ অতিথি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার এস,এম রোকনুজ্জামান। এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসের প্রধান,হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর পক্ষ রোকসানা পারভীন,(উত্তরণ)এর পক্ষ শামীম আহমেদ এবং মৃত্যুঞ্জয় সাহাসহ অন্যান্য অতিথি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় করেন ইউনিসেফ,উত্তরণ,হোপ ফর দি পুওরেষ্ট(এইচপি)ফিনিস মোনডেল,এনজিও সংস্থা গুলো।
দিবসটিতে কলারোয়া জিকে,এম,কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশলী উপ-সহকারী অফিসার প্রশান্ত-পাল।অনুষ্ঠান সর্বশেষে প্রতি প্রত্যকের হাতে ১টি সাবান ও লিফলেট বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন