সাতক্ষীরার কলারোয়ায় শিশু ও মায়ের স্বাস্থ্য জোরদারকরণে এডভোকেসি সভা
কলারোয়ায় শিশু ও মায়ের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সাথে প্রান্তিক পর্যায়ে মা-শিশুদের ওই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ওই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি।
যুব কর্মসংস্থান ও শিশু সুরক্ষা প্রকল্পে কার্ক ইন এক্টি, নেদারল্যান্ডসের অর্থায়নে প্রসূতি, মা ও শিশুদের সহনশীল স্বাস্থ্য সেবা জোরদারকরণে উপজেলার বেকার যুবক-যুবতীদের বিভিন্ন ট্রেডের উপর কারিগরী প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক সিসিডিবি’র প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেন ও টেকনিক্যাল অফিসার একরামুল কবীর বক্তব্য রাখেন।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক গোলাম সরোয়ার, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) নাজমুল হাসান, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে একটি র্যালি বের হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন