সাতক্ষীরার কলারোয়া পাইলট হাইস্কুলের বই উৎসব ও নবীন বরণ
নতুন বছরে প্রথম দিন নতুন বই পেয়ে মাতোয়ারা সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বাস প্রকাশ করে কোমলমতি ছাত্র ও ছাত্রীরা।
রবিবার (১ জানুয়ারী) সকালে বিদ্যালয়ের হলরুমে বই বিতরণ উৎসব ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সেসময় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলের স্টিক দিয়ে বরণ করেন নেন অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থীরা। পরে বিনামূল্যে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই।
প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর আবু নসর ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রবের সভাপতিত্বে এসময় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন