সাতক্ষীরার কলারোয়ায় ছাগলের ছানা খাচ্ছে গরুর গাভীর দুধ!
বাঘে-মহিষে এক ঘাটে পানি না খেলেও, গাভীর দুধ খেয়ে বেড়ে উঠছে ছাগলের বাচ্চা, তাও আবার বাছুরের সঙ্গেই।
এমনই ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামের মো. দিদারের বাড়িতে।
জানা যায়, উলুডাঙ্গা গ্রামে গাভীর দুধ খেয়ে এক সঙ্গে বেড়ে উঠছে বাছুর ও ছাগলের বাচ্চা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দৃশ্য একনজর দেখতে দিদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।
উপজেলা থেকে ১২ কিলোমিটার উত্তর-পূর্বে উলুডাঙ্গা গ্রামে ঢুকতে মাঠের ভিতরে পাকা রাস্তার পাশে দিদারের বাড়ি। দিদার একজন ব্যবসায়ী।
তিনি জানান, ‘গত কয়েকদিন আগে বাড়ির একটি গাভী গরুর বাছুর জন্ম দেয়। কিছুদিন পর একটি ছাগলও এক সাথে ২টি বাচ্চার জন্ম দেয়। ২টি বাচ্চার মধ্যে একটি মায়ের দুধ খাওয়ার সুযোগ না পেয়ে দুর্বল হয়ে পড়ে। পরে সেটিকে গাভীর দুধ খাওয়ানো শুরু করার পর এখন নিজে থেকেই খাচ্ছে।’
দিদার বলেন, ‘গাভীর দুধ ছাগলের বাচ্চার খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই মানুষ তাদের বাড়িতে আসেন।’
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.অমল বিশ্বাস বলেন, ‘প্রাণিকূলে এমনটি হতে পারে। তবে সচরাচর দেখা যায় না। মায়ের শরীর থেকে প্রয়োজনীয় দুধ বা পুষ্টি না পেয়ে ছাগলের বাচ্চাটি গাভীর দুধ খাচ্ছে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন