ডাক্তার দেখানোর নামে জমি লিখে নেয়ার অভিযোগ
সাতক্ষীরার কলারোয়ায় দু’পুত্রের বিরুদ্ধে পিতার মামলা
সাতক্ষীরার কলারোয়ায় অসুস্থ্য পিতাকে ডাক্তার দেখানোর নামে ১২বিঘা জমি লিখে নেয়ার অভিযোগে মামলা হয়েছে।
নিজের বৃদ্ধ অসুস্থ্য পিতাকে ডাক্তার দেখানোর নাম করে তার দুই ছেলে সাড়ে ১২বিঘা জমি লিখে নেওয়ার ঘটনায় আদালতে ওই মামলা হয়েছে। গত ৪ জানুয়ারী ২১ তারিখে সাতক্ষীরার আমলী আদালতে মামলাটি করেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্বাস আলী সরদারের ছেলে বৃদ্ধ হাজের আলী সরদার (৮৫)।
তিনি মামলার আরজিতে ও সাক্ষাতে বলেন- তার ৩ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। তার স্ত্রী মারা গেছেন। তিনি ছেলেদের কাছে খান এবং তিনি নিজের গ্রামের বাড়ীতে থাকেন। গত কিছুদিন ধরে বিছানায় পড়ে রয়েছেন। শরীর টা খুব খারাপ। দেখার তেমন কোন লোক নাই। খুব অসুস্থ্য হয়ে পড়লে গত ২৯ নভেম্বর-২০২০তারিখ সকালে তার দুই ছেলে আ. মান্নান ও আ. হান্নান বাড়ী থেকে চিকিৎসার জন্য তাকে কলারোয়ায় নিয়ে আসে। পরে তারা কৌশলে কলারোয়া সাব-রেজিঃ অফিসে নিয়ে রামকৃষ্ণপুর মৌজায় সাড়ে ১২বিঘা জমি হেবা দলিল করে নেয়। তিনি একটু সুস্থ হয়ে বিষয়টি বুঝতে পেয়ে তার ছোট ছেলে ও ৪ মেয়েকে বিষয়টি জানিয়ে দেন। এ বিষয়ে খোজ খবর করে ঘটনার সত্যতা পেয়ে অবশেষে বৃদ্ধ হাজের আলী সরদার ন্যায় বিচার পাওয়ার জন্য দুই ছেলেকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহন করে ওসি কলারোয়া থানাকে তদন্তপূর্বক প্রতিবেদনের জন্য নির্দেশ দেন।
এদিকে আদালতে মামলা হওয়ায় বৃদ্ধ হাজের আলী সরদার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন